মধু আহরণের উদ্বোধনী অনুষ্ঠান
হরিণ শিকারি দলের নেতাসহ ২৪ জনের আত্মসমর্পণ
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
‘দেশের মধু বেচব দেশে, ভোক্তা কিনবে হেসে হেসে’ এই প্রতিপাদ্য সামনে রেখে গতকাল পহেলা এপ্রিল থেকে শুরু হলো সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মধু সংগ্রহের মৌসুম। এদিকে মধু আহরণের উদ্বোধনী অনুষ্ঠানে ২৪ জন হরিণ শিকারি আত্মসমর্পণ করেছেন। গতকাল সকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আয়োজনে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনি প্রাথমিক বিদ্যালয় চত্বরে মধু আহরণের উদ্বোধনী অনুষ্ঠানে হরিণ শিকারি দলের নেতা আনারুল ইসলাম সবাইকে নিয়ে আত্মসমর্পণের ঘোষণা দেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম সুন্দরবন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন। স্বাগত বক্তব্য রাখেন, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এমকেএম ইকবাল হোছাইন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত রফিকুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা সবাইকে নিয়ম মেনে মধু সংগ্রহের আহ্বান জানিয়ে সুন্দরবনের মধুকে বিশ্বের দরবারে সেরা মধু হিসেবে তুলে ধরতে মৌয়ালদের ভেজালমুক্ত মধু সরবরাহের আহ্বান জানান। পরে সুন্দরবনে বাঘের আক্রমণে স্বামী হারানো পাঁচজন নারীকে খাদ্য এবং নগদ সহায়তা প্রদান করেন অতিথিরা।