ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

অন্যরকম

বিমানের ভেতর ‘তীব্র গন্ধ’

বেরিয়ে এলেন যাত্রীরা
বিমানের ভেতর ‘তীব্র গন্ধ’

যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে একটি বিমানের ভেতরে তীব্র গন্ধ শনাক্ত হওয়ার পর সেটি থেকে দ্রুত বের হয়ে আসেন যাত্রীরা। এ সময় বিমানের জরুরি বহির্গমন ব্যবস্থা স্লাইড দিয়ে অনেকে নিচে নেমে আসেন। সংবাদমাধ্যম ফক্স বিজনেজ জানিয়েছে, স্থানীয় সময় গত ২৭ মার্চ ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের ফ্লাইট ১৭৫৯-এ এ ঘটনা ঘটে। ওই সময় বিমানটির শার্লট ডগলাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাড়ার কথা ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে ধরা পড়েছে তাড়াহুড়া করে যাত্রীদের নামার বিষয়টি। ওই সময় বিমানটিতে ২২৬ জন যাত্রী ছিলেন। তারা বিমানের জেট ব্রিজ এবং স্লাইড ব্যবহার করে বের হয়ে আসেন। তবে স্লাইড দিয়ে দ্রুত নামতে গিয়ে একজন যাত্রী আহত হন। পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনা সম্পর্কে ফ্রন্টিয়ার এয়ারলাইন্স সংবাদমাধ্যম ফক্স বিজনেজকে বলেছে, ‘সেদিন সন্ধ্যায় শার্লট ডগলাস আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদের ফ্লাইট ১৭৫৯ বোর্ডিং প্রক্রিয়ায় ছিল। তখন বিমানের ভেতর তীব্র গন্ধ শনাক্ত হয়। ক্যাপ্টেন তাৎক্ষণিক বিমান খালি করার নোটিশ দেন।’ ‘যাত্রীরা জেট ব্রিজ এবং স্লাইড ব্যবহার করে বের হয়ে আসেন। প্রাথমিক তদন্তে কোনো ধোঁয়ার সন্ধান পাওয়া যায়নি। সব যাত্রীকে অন্য আরেকটি ফ্লাইটে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হবে।’ যোগ করে ফ্রন্টিয়ার এয়ারলাইন্স। বিমান সংস্থাটি যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে এবং জানিয়েছে তারা এ ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত করবে। বিমানটির একজন যাত্রী স্থানীয় সংবাদমাধ্যম কুইন সিটি নিউজকে জানিয়েছেন, প্রথমে তারা তীব্র গন্ধ পান এরপর বিমানটির লাইট বন্ধ হয়ে যায়। ফেডারেল অ্যাভিয়েশন এডমিনিস্ট্রেশন (এফএএ) ফক্স বিজনেজকে জানিয়েছে, বিমানের ক্রুরা কেবিনের ভেতর ধোঁয়ার গন্ধ পেয়েছিলেন। এখন বিষয়টি তদন্ত করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত