মেটার মালিকানাধীন ফেসবুক চ্যাট ও মেসেঞ্জারে অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশন চালু হয়েছে। এই ফিচারটি নিয়ে মেটা গত কয়েকবছর ধরে পরীক্ষা-নীরিক্ষা করছিল। কিছু সংখ্যাম মেটা ব্যবহারকারী ফিচারটি উপভোগও করছিলেন। সম্প্রতি সব ব্যবহারকারীদের জন্য এটি উন্মুক্ত করা হলো। অর্থাৎ হোয়াটসঅ্যাপের মতোই ফেসবুক চ্যাট ও মেসেঞ্জারের চ্যাট অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপটেড হলো। ফেসবুক চ্যাট ও মেসেঞ্জার থেকে এই ফিচারটি চালু করতে কিছুই করতে হবে না। স্বয়ংক্রিয়ভাবে মেটা ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারকারীদের ফিচারটি চালু করে দিয়েছে। অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপটেডের সুবিধা কী? অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশনের মাধ্যমে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক থেকে রেহাই পাওয়া সম্ভব। আজকাল প্রায় সব মেসেজিং অ্যাপে এই ফিচার ডিফল্ট হলেও মেসেঞ্জারে অনেকটা সময় পর এই ফিচারটি চালু করা হলো।