ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

সারা দেশে একটা ভয়াবহ অবস্থা বিরাজ করছে

সারা দেশে একটা ভয়াবহ অবস্থা বিরাজ করছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারাদেশে একটা ভয়াবহ অবস্থা বিরাজ করছে। এখানে মানুষের অধিকার বলতে কিছু নেই। গণতন্ত্র বলতে কিছু নেই। এখানে সংগ্রাম করে চলেছি। তিনি গতকাল বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় জেলা বিএনপির প্রয়াত সভাপতি তৈমুর রহমানের কবর জিয়ারত শেষে পরিবার-পরিজনদের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েস ও অন্যরা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পৃথিবীতে কোন স্বৈরাচারী শক্তি বেশিদিন টিকতে পারেনি। তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রশাসন আপনাদের নির্যাতন করে। আপনারা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছেন। এখনো হচ্ছেন। বিভিন্ন মামলায় আদালতে হাজিরা দিতে হয়। তারপরও আপনারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মাথা উচু করে দাড়িয়ে থাকাই সবচেয়ে বড় বিজয়। কখনও পরাজিত মনোভাব নিবেন না। এরপর তিনি ঠাকুরগাঁও পৌরকমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী আইনজীবীদের আয়োজনে ইফতার মাহফিলে যোগদান করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত