ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কুমিল্লায় শতাধিক মোবাইল ফোন জব্দ একজন গ্রেপ্তার

কুমিল্লায় শতাধিক মোবাইল ফোন জব্দ একজন গ্রেপ্তার

কুমিল্লায় ১০১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এসময় মো. পারভেজ মিয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে জেলা ডিবি পুলিশের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার আদর্শ সদর উপজেলার শংকরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে। সে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার রানীগাছ গ্রামের মো. রুবেল মিয়ার ছেলে। গতকাল দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জানা গেছে, গোপন সূত্রের এমন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মঙ্গলবার রাতে অভিযানে মাঠে নামে। এ সময় জেলার আদর্শ সদর উপজেলার উত্তর দুর্গাপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া শংকরপুর এলাকায় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মোবাইল পাচারকারীরা পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে মোবাইল সেট ভর্তি একটি প্লাস্টিকের বস্তাসহ পারভেজ মিয়াকে (৩০) আটক করে। জেলা ডিবির ওসি রাজেস বড়ুয়া জানান, জব্দকৃত প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ১০১ পিস নতুন ও পুরোনো মোবাইল ফোন পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বিশেষ ক্ষমতা আইনে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত