বোরো খেতে ব্লাস্ট ও পাতা ঝলসানো রোগ
ওষুধ প্রয়োগেও ফল না পাওয়ায় দিশাহারা কৃষক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় বিস্তীর্ণ এলাকাজুড়ে ছত্রাক জনিত ব্লাস্ট ও পাতা ঝলসানো রোগে আক্রান্ত হয়েছে বোরো ফসল। নানা ওষুধ প্রয়োগেও ফল না পাওয়ায় দিশেহারা কৃষক। দিনাজপুর সদর, বীরগঞ্জ, কাহারোল ও খানসামা উপজেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে বোরো খেতে ছত্রাক জনিত ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। এছাড়া বিএলবি বা পাতা ঝলসানো রোগেরও আক্রমণ দেখা দিয়েছে। কৃষকরা বলছেন, কয়েকদিন আগে হঠাৎ করেই ধান গাছে বাদামী দাগ দেখা দেয় এবং শীষে ধান থাকছে না। ঝলসে যাচ্ছে পাতা। নানা ওষুধ ছিটিয়েও কাজ না হওয়ায় দিশাহারা কৃষক। দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এটি ব্লাস্ট ও বিএলবি রোগ। আবহাওয়ার বিরূপ প্রভাবে এই রোগ দেখা দিয়েছে। আর রোগ প্রতিরোধে কৃষকদের পরামর্শ দেয়ার কথা জানান কৃষি কর্মীরা। নানা ধরনের বালাইনাশক প্রয়োগ করেও ফল না পাওয়ায় দুশ্চিন্তায় কৃষক। আক্রান্ত জমির পরিমাণ খুবই কম দাবি করে কৃষকদের সার্বিক সহায়তা দেয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। চলতি মৌসুমে জেলায় ১ লাখ ৭৬ হাজার ৩০০ হেক্টর জমিতে বোরো আবাদ হলেও ব্রি-২৮ জাতের ধান আবাদ হয়েছে ৫৫ হাজার হেক্টর জমিতে।