অন্যরকম

মহিষের সঙ্গে মালিকের বন্ধুত্ব

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

কৃষক মজনু মিয়া যেখানেই যান, সেখানেই তার পিছু পিছু হাটে এই মহিষটি। এ যেন মানুষ-মহিষের অদ্ভুত এক বন্ধুত্ব। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্প অনেকেরই জানা। গল্পে কৃষক গফুর সন্তানের মতো ভালোবাসে তার পোষা গরু মহেশকে। মহেশ গল্পে মালিক ও পশুর মধ্যে যে ভালোবাসা এবার সেই গল্পের আধুনিক রূপ যেন বাস্তবে ফুটে উঠেছে। মজনু মিয়া এই মহিষের নাম দিয়েছেন কালু। তাদের বন্ধুত্বের গল্পের শুরু ৬ বছর আগে। ১ লাখ ৩০ হাজার টাকায় এক জোড়া মহিষের বাচ্চা কিনেছিলেন তিনি। তার মধ্যে একটি বিক্রি করে দেন। আর কালুকে রেখে দেন লালন পালনের পর বড় করে বিক্রি করবেন মজনু মিয়া। সেই সিদ্ধান্ত থেকে কালু নামের মহিষটিকে কয়েকবার বাজারেও নেন তিনি। তবে বিক্রি করতে পারেননি। ছুটে চলে আসে বাড়িতে। মজনু এখন যেখানেই যান তার সঙ্গী এই কালু। মহিষের সঙ্গে এই বন্ধুত্ব গড়ে উঠেছে জামালপুরের ইসলামপুর উপজেলার শংকরপুর গ্রামের মজনু মিয়া নামের এক কৃষকের। মানুষ আর মহিষের বিরল বন্ধুত্ব অবাক করেছে সবাইকে। বন্ধুর মতো পাশাপাশি হাঁটতে দেখে তাকিয়ে থাকেন এলাকার মানুষ। মালিকের সঙ্গে মাঝেমধ্যে স্থানীয় হাটবাজারেও যায় কালু। তারা ঘুরে বেড়ায় এ গ্রাম থেকে সেই গ্রামে। কখনো কারও ক্ষতি করে না। মজনু মিয়া কালু নামে বলে ডাক দিলেই কাছে আসে মহিষটি। এমন ঘটনায় প্রতিবেশীসহ এলাকার লোকজন সবাই মুগ্ধ। পশুর সঙ্গে এ বন্ধুত্ব তাদেরকেও নাড়া দেয়। ভালোও লাগে তাদের। আশেপাশের লোকজন প্রায়ই কালুকে দেখতে আসেন মজনু মিয়ার বাড়িতে ভিড় জমায়।