আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে চট্টগ্রাম হতে ট্রেনের অগ্রিম টিকিটে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিন তেমন ভিড় লক্ষ্য করা যায়নি। বেশ স্বাচ্ছন্দ্যে ঈদযাত্রা করতে পারছেন বলে জানান চট্টগ্রাম হতে বিভিন্ন জেলার উদ্দেশে ছুটে যাওয়া ঘরমুখো যাত্রীরা। আরো দু’একদিন পর যাত্রীদের ভিড় বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা। গতকাল দ্বিতীয় দিনে তেমন ভিড় ছিল না ট্রেনে। অনেক ট্রেনে অর্ধেক আসন ফাঁকা ছিল। সকাল থেকে প্রতিটি ট্রেন নির্দিষ্ট সময়ে চট্টগ্রাম ছেড়ে গেছে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. মনিরুজ্জামান জানান, ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিটে ঘরমুখো যাত্রীদের যাত্রা শুরু হয়েছে গত বুধবার (৩ ফেব্রুয়ারি) থেকে। গত দুদিন যাত্রীদের তেমন ভিড় ছিল না। শুক্রবারও তেমন ভিড় দেখা যাচ্ছে না। আরো ২-৩ দিন পর ট্রেনে ভিড় বাড়বে। রেলওয়ে পূর্বাঞ্চলীয় বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিটে যাত্রা শুরু হয়েছে। রেলওয়ে পূর্বাঞ্চলে ১২টি আন্তঃনগর ট্রেনে প্রতিদিন ৭ হাজার ৭১৫ জন যাত্রী ঈদে বাড়ি ফিরতে পারবেন। তিনি আরো জানান, এবার স্পেশালসহ আন্তঃনগর ট্রেনে করে চট্টগ্রাম থেকে প্রতিদিন ১৪ থেকে ১৫ হাজার যাত্রী ঈদে বাড়ি যেতে পারবেন। ঈদুল ফিতর উপলক্ষ্যে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ১ জোড়া স্পেশাল ট্রেন চলবে। ট্রেন দুটি ঈদের আগে ৮ ও ৯ এপ্রিল, ঈদের পরদিন থেকে তিনদিন চলবে। চট্টগ্রাম-চাঁদপুর রুটের চাঁদপুর ঈদ স্পেশাল (চারটি ট্রেন), চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ময়মনসিংহ ঈদ স্পেশাল (দুটি ট্রেন), ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল (দুটি ট্রেন) চলবে। এসব ট্রেন ৫ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত ও ঈদের পরের দিন থেকে পাঁচদিন পর্যন্ত চলবে। প্রসঙ্গত, ১০ এপ্রিলকে ঈদের দিন ধরে বাংলাদেশ রেলওয়ে গত ২৪ মার্চ থেকে যাত্রীদের মাঝে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছিল। ঈদের আগে ৯ এপ্রিল পর্যন্ত প্রতিটি আন্তঃনগর ট্রেনের ঈদের অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছে। আগের ঈদগুলোতে ৫ দিনের টিকিট বিক্রি করলেও এবারই প্রথম ৭ দিনের টিকিট বিক্রি করছে রেলওয়ে।