ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

আজ শুরু হচ্ছে ওড়াকান্দির স্নানোৎসব

আজ শুরু হচ্ছে ওড়াকান্দির স্নানোৎসব

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওড়াকান্দির স্নানোৎসব ও পাঁচ দিনব্যাপী মহা বরুনীর মেলা শুরু হচ্ছে আজ। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৩তম জম্ম তীথি উপলক্ষ্যে স্নানোৎসব ও বারুনীর মেলা অনুষ্ঠিত হবে। এটি জেলার ১৭৫ বছরের ঐতিহ্যবাহী স্নানোৎসব ও বারুনীর মেলা। প্রতি বছরের ন্যায় এ বছরও এ অনুষ্ঠানে লাখ লাখ পূণ্যার্থীর সমাগম ঘটবে।

স্নানোৎসবের দিনে র‌্যাবের একটি টিম, পুলিশ সদস্যসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যাবস্থা গ্রহণ করবে বলে পুলিশ জানিয়েছে। আজ ভোর ৫টা ২৮ মিনিটে শ্রীধাম ওড়াকান্দির গদিনসীন ঠাকুর ও মেলা উদযাপন পরিষদের সভাপতির নেতৃত্বে ঠাকুর পরিবারের সদস্যরা প্রথমে বারুনী সাগরে ও পরে কামনা সাগরে স্নান করে এ স্নানোৎসবের শুভ সূচনা করবেন। ধর্মীয় প্রর্থায় ওড়াকান্দির হরি মন্দির ও গুরু চাঁদ মন্দিরে পুরোহিতরা পূজা-অর্চনা শুরু করবেন। তারপর বিরামহীনভাবে রাত পর্যন্ত চলতে থাকবে পূন্যার্থীদের স্নানের পালা। হরিচাঁদ ঠাকুরের জন্ম তিথির শুভ মুহূর্তে এ স্নান শুরু হয় আর চলে তিথি শেষ না হওয়া পর্যন্ত। ওড়াকান্দির এ মিলন মেলায় লাখ লাখ মতুয়া ভক্তদের উৎসবে প্রাণবন্ত হয়ে উঠবে। কাশিয়ানী উপজেলার পূণ্য ভূমি শ্রীধান ওড়াকান্দি পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের লীলাক্ষেত্র ও মতুয়া সম্প্রদায়ের মহা তীর্থ হিসেবে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের কাছে এক পবিত্র স্থান হিসেবে পরিচিত।

বিগত দিনগুলোতে এ ঐতিহ্যবাহী জন্মোৎসব ও মেলায় রাষ্ট্র প্রধান, বিরোধীদলীয় নেতা, মন্ত্রী, এমপি, বিভিন্ন ধর্মীয় নেতাসহ বিভিন্ন শ্রেণির মানুষের পদচারণায় মুখরিত হয়েছে। এ তীর্থ স্থানটি এখন সকলের কাছে অতি পরিচিত। বিগত ২০২০ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীধাম ওড়াকান্দি সফর করেন।

২১২ বছরের ঐতিহ্যকে ধারণ করে শ্রীধাম ওড়াকান্দি এখন মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে প্রাণাধিক। ঠাকুরের জন্ম ও মৃত্যু তিথিতে মহাবারুণীর দিনে ওড়াকান্দি শ্রীধামে ঐতিহ্যবাহী বিশাল জন্মোৎসব এবং মেলা বসে। মতুয়া ভক্তরা তাদের পূণ্য লাভের আশায় লাখ লাখ লোকে এ স্নানোৎসবে অংশ নেয়। পূণ্যার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে এটি। পরিণত হয় মহামিলন মেলায়। আজ উৎসব মুখর ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে হরিচাঁদ ঠাকুরের ২১২তম বারুনীর স্নান ও মহাযোগ উৎসব। কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান ও হরিচাঁদ ঠাকুরের ষষ্ঠ পুরুষ সুব্রত ঠাকুর হিল্টু জানিয়েছেন, এ স্নানোৎসবে অন্তত ১০ লাখ মানুষের সমাগম ঘটবে। স্নানোৎসব সফল করতে আমাদের পরিবারের পক্ষ থেকে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হযেছে। সুব্রত ঠাকুর আরো জানান, প্রায় পৌনে ২০০ বছর আগে ওড়াকান্দিতে স্নানোৎসব ও বারুনীমেলার প্রচলন হয়। তারপর থেকে এ উৎসব চলে আসছে। কাশিয়ানী থানার ওসি মো. জিল্লুর রহমান বলেন, স্নানোৎসবে পুলিশ সদস্যসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত