ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

চাঁদপুরে নৌ-পুলিশের অভিযান

চার বাল্কহেড জব্দ চার সুকানি আটক

চার বাল্কহেড জব্দ চার সুকানি আটক

চাঁদপুরে মেঘনা নদীতে নৌ-পুলিশের সাঁড়শি অভিযানে চার বাল্কহেড জব্দ করেছে। অভিযানকালে এ সময় বাল্কহেডের চার সুকানিকে আটক করা হয়। গতকাল সকালে এ তথ্য নিশ্চিত করেন, নৌ থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামানএ। গত শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত নৌ থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে একটি ফোর্স এ অভিযান পরিচালনা করে।

অভিযানে আটক সুকানিরা হচ্ছে, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার কৈলাক ইউনিয়নের মোঃ নুর রহমান (২৫), নোয়াখালী জেলার কবিরহাট থানার জগবন্ধু এলাকার মোঃ সামছুল আলম (২৫), কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার কৈলাক ইউনিয়নের মোঃ শাহীন মিয়া (২৫) ও ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানার সৌজালিয়া ইউনিয়নের মোঃ লিটন সিকদার (৩৫)। অভিযানের বিষয়ে চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ মোঃ কারুজ্জামান বলেন, মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টএ অভিযান পরিচালনাকালে কাগজপত্র ক্রুটি বিচ্যুতির কারনে চারটি বাল্কহেড জব্দসহ চারজন সুকানি আটক করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত