ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

এলেঙ্গা-রংপুর মহাসড়কে আট ওভারপাস ও দুই সেতু উদ্বোধন

এলেঙ্গা-রংপুর মহাসড়কে আট ওভারপাস ও দুই সেতু উদ্বোধন

সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২ : এলেঙ্গা-হাটিকামরুল-রংপুর মহাসড়ক ৪-লেনে উন্নীতকরণ কাজের উন্মুক্তকরণ অনুষ্ঠিত হয়েছে। এর ফলে এলেঙ্গা-রংপুর মহাসড়কে ৮ ওভারপাস ও ২ সেতু উদ্বোধন করা হয়।

গতকাল সকালে একযোগে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্মুক্তকরণ করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে ভার্চুয়ালি উন্মুক্তকরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে সড়ক ভবন, সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২ এর প্রতিনিধিসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২: এলেঙ্গা-হাটিকামরুল-রংপুর মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্পের মাধ্যমে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুরের মর্ডান মোড় পর্যন্ত চার লেন মহাসড়ক নির্মাণকাজ সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। এ মহাসড়কের ১৯০.৪ কিলোমিটার দৈর্ঘের মধ্যে রংপুর জেলার পীরগঞ্জ থেকে মর্ডান মোড় পর্যন্ত ৪৫ কিলোমিটার সড়ক চারলেনে উন্নীতকরণ কাজ চলমান রয়েছে যার বর্তমান অগ্রগতি ৮৫ শতাংশ। মহাসড়কটির বাজারসহ জনবসতি এলাকায় ওভারপাস নির্মাণের মাধ্যমে একদিকে যেমন যানবাহনের নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত হচ্ছে, তেমনি সড়কের নিরাপত্তা নিশ্চিতকরণের মাধ্যমে দুর্ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব হবে। মহাসড়কটির রংপুর অংশে সর্বমোট ৯টি ওভারপাসের মধ্যে আজকের উন্মুক্তকৃত ২টি ওভারপাসসহ মোট ৫টি ওভারপাস যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হলো।

নবনির্মিত ২টি ওভারপাসের মধ্যে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় অবস্থিত ধাপেরহাট ওভারপাসটি নির্মাণের মাধ্যমে বাজার এলাকার যানজট এড়িয়ে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত হবে। অপরদিকে মিঠাপুকুর উপজেলায় অবস্থিত মির্জাপুর ওভারপাস নির্মাণের মাধ্যমে এলাকাবাসীর অনেকদিনের দাবি পূরণ হলো। অবকাঠামোগুলো যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে মহাসড়কে যাতায়াত আরো নিরাপদ ও আরামদায়ক হবে, যা ঈদযাত্রায় যোগ করবে বাড়তি স্বাচ্ছন্দ্য।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত