ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

দিনাজপুর আইনজীবী সমিতি নির্বাচন

সম্মিলিত ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয়

সম্মিলিত ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয়

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। সভাপতি পদে তহিদুল হক সরকার ও সাধারণ সম্পাদক পদে এ এন এম হাবিবুল্লাহ আবারও নির্বাচিত হয়েছেন। গত শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ১৫ সদস্যবিশিষ্ট কার্যকরি কমিটির ১৪৩১ বঙ্গাব্দের নির্বাচন অনুষ্ঠিত হয়। ৫৪৭ জন ভোটারের মধ্যে ৫১৫ জন গোপন ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করেন। ১৫টি পদের মধ্যে ১৩টিতে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা। এরা হলেন- সভাপতি পদে তহিদুল হক সরকার (৪৩৬), সহ-সভাপতি মেহেবুব হাসান চৌধুরী লিটন (৩৩৫), সাধারণ সম্পাদক পদে এ এন এম হাবিবুল্লাহ (৩০৭), সহ সাধারণ সম্পাদক পদে রিচার্ড মুর্মু (৩১৪) ও শাহরিয়ার কবির কিংসুক (২৯৫), কোষাধ্যক্ষ পদে মো. মাসুদ রানা-২ (৩৩২), শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে রেখা মনি (২৮০), সমাজকল্যাণ ও ধর্মীয় সম্পাদক পদে তোজাম্মেল হক লিটন (৩১৩), গন্থাগার সম্পাদক পদে আহমেদ মন্ডল (৩৫৪) এবং নির্বাহী সদস্য পদে সৈয়দ মোসাব্বির হোসেন উচ্ছাস (৩৭০), তসলিমা আক্তার তাজ (৩৪৭), জয়ন্ত কুমার রায় (৩৯২) ও নাজনীন আরা ইয়াসমিন (২৮৫)। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নির্বাচিত দুই জন হলেন-সহ সভাপতি পদে মো. নুরুল ইসলামণ্ড৩ (২৮১) ও নির্বাহী সদস্য পদে কাজী মাহবুবু সোবহানী চৌধুরী বাবু (৩২১)। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আনোয়ার কামাল দুইজন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সুভাষ চন্দ্র রায় ও মো. আনারুল ইসলামকে সঙ্গে নিয়ে শনিবার রাত ১২টায় ফলাফল ঘোষণা করেন। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি নব নির্বাচিত দিনাজপুর জেলা আইনজীবী সমিতির কর্মকর্তাদের প্রতি অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত