ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ফরেস্টার সাজ্জাদ হত্যার মূল ঘাতক বাপ্পী পুলিশের জালে

ফরেস্টার সাজ্জাদ হত্যার মূল ঘাতক বাপ্পী পুলিশের জালে

ডাম্পট্রাক চাপা দিয়ে ফরেস্টার সাজ্জাদুজ্জামান সজলকে পিষিয়ে হত্যার ঘটনায় আট দিন পর মূল ঘাতক ডাম্পট্রাক চালক মো. বাপ্পীকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ। তাকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্রে প্রকাশ। এই বিষয়ে জানতে চাইলে গতকাল বিকালে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মো. রাসেল মূল ঘাতক বাপ্পিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনো অভিযান চলমান রয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উখিয়া থানা কম্পাউন্ডে অভিযানের বিষয় নিয়ে বিস্তারিত জানানো হবে।

গত রোববার ভোরে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় পাহাড় কেটে মাটি পাচার করছিল একদল বনদস্যু। খবর পেয়ে বন বিভাগের দোছড়ি বিটের কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামানসহ কয়েকজন বনকর্মী ঘটনাস্থলে যান। এ সময় তিনিসহ মোটরসাইকেল আরোহী দুজনকে পাচারকারীদের মাটিভর্তি ডাম্প ট্রাকচাপা দেয়। এতে ঘটনাস্থলে সাজ্জাদুজ্জামান মারা যান। মোহাম্মদ আলী নামের অপর এক বনরক্ষী আহত হন।

৩০ বছর বয়সি নিহত মো. সাজ্জাদুজ্জামান কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বনবিটের বিট কর্মকর্তার দায়িত্বে ছিলেন। তিনি মুন্সীগঞ্জ জেলার গজরিয়া উপজেলার মোহাম্মদ শাহজাহানের ছেলে। ঘটনায় ২৭ বছর বয়সি আহত বনরক্ষী মোহাম্মদ আলী টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী এলাকার আবুল মজ্ঞুরের ছেলে।

এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এ ঘটনায় এর আগে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তারও করেছে পুলিশ। বন বিভাগের উখিয়ার রেঞ্জ কর্মকর্তা গাজী মো. শফিউল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত