ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

‘ঈদযাত্রায় ট্রেনে নাশকতার কোনো তথ্য নেই’

‘ঈদযাত্রায় ট্রেনে নাশকতার কোনো তথ্য নেই’

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদযাত্রায় ট্রেনে নাশকতা বা সহিংসতার কোনো তথ্য নেই। মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

গতকাল সকাল ৯টায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদযাত্রার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

খন্দকার আল মঈন বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে আমরা সমন্বয় করে কাজ করছি। কোনো ধরনের নাশকতা বা সহিংসতার তথ্য নেই। আমরা এমনভাবে মেকানিজম করে কাজ করছি, যাতে করে কোনো ঘটনার আগেই আমাদের কাছে তথ্য আসে। এখন পর্যন্ত এমন কোনো তথ্য নেই। টিকিট কালোবাজারি চক্র, সিন্ডিকেটকে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, আমরা যদি একজন দালালকেও পাই, যার কারণে রেলের যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। রেলে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে টিকিট কালোবাজারি প্রতিরোধসহ র‍্যাব গৃহীত নিরাপত্তা পর্যবেক্ষণ এবং বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

খন্দকার আল মঈন বলেন, র‌্যাব বেশ কিছু অভিযান পরিচালনা করেছে, যেখানে দুষ্কৃতকারী ও টিকিট কালোবাজারির চক্রের শতাধিক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে যারাই অপকর্মে জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে।

যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়ে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ঈদযাত্রায় নিরাপত্তা নির্বিঘ্নে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা কাজ করছে। তবে আপনারা ঝুঁকি নিয়ে চলাচল করবেন না। সময় নিন, কিন্তু যাত্রা নিরাপদ করুন। আপনাদের ঈদযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রেলওয়েসহ সব নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থা বদ্ধপরিকর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত