মেঘনায় চলন্ত গ্রিন লাইনে আগুন
প্রাণে রক্ষা পেল ৬০০ যাত্রী
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর মেঘনায় ৬ শতাধিক যাত্রী নিয়ে চলন্ত গ্রিন লাইন ওয়াটার বাসে আগুন লেগেছে। এ ভয়াবহ অবস্থায় প্রাণে রক্ষা পেল ৬০০ শতাধিক যাত্রী। ভোলা-ঢাকা রুটে চলাচলকারী গ্রিন লাইন ওয়াটার বাসে আগুন লাগার ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। অল্পের জন্য ঈদে ঘর মুখো ৬০০ যাত্রী প্রাণে রক্ষা পেল। এ ঘটনায় চাঁদপুর, ঢাকা ও ভোলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় অভিভাবক মহলের মধ্যে। আগুনের ঘটনাটি ঘটে, রোববাব সকাল সাড়ে ৯টায় মেঘনা মোহনায়। গত রোববার সকাল সাড়ে ৮টায় ৬০০ যাত্রী নিয়ে ঢাকার সদরঘাট থেকে ভোলার উদ্দেশে ছেড়ে আসে গ্রীন লাইন লঞ্চটি। তবে লঞ্চটি মেঘনার চাঁদপুর পয়েন্টে আসলে হঠাৎ করেই এসিতে আগুন লেগে যায়। যাত্রীদের কথা না শুনে ঝুঁকি নিয়ে ভোলায় ফিরে যায় বেলা সাড়ে ১১টায় গ্রিন লাইন ওয়াটার বাসটি। আগুনের বিষয়টি টের পেয়ে কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গ্রিন লাইন লঞ্চের ব্যবস্থাপক অলিল্লাহ জানান, সাইলেন্সার গরম হয়ে ধোঁয়া বের হয়েছে আগুন লাগার ঘটনা ঘটেনি। এদিকে খবর পেয়ে ভোলার জেলা প্রশাসনের একটি টিম ইলিশা ঘাটে এসে গ্রীন লাইন কর্তৃপক্ষকে সতর্ক করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হুসাইন বলেন, ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সেজন্য তাদের সতর্ক করে দেওয়া হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।