ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

৫০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

৫০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২-এর সদস্যরা। তারা হলো, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দেউশপাড়া গ্রামের ডাঃ রওশন আলীর ছেলে স্বপন মিয়া (৫২), একই এলাকার কলপাবাস গ্রামের মৃত আঃ মালেকের ছেলে আবু তাহের (৪৫) ও ব্রাহ্মনবাড়িয়া সদর উপজেলার উৎানীসার গ্রামের মৃত জিনু মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া (৩৬)। র‌্যাব-১২-এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২-এর অধিনায়ক মো: মারুফ হোসেনের দিকনির্দেশনায় রোববার রাতে উল্লেখিত এলাকার একটি হোটেলের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের পিকআপে তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধার এবং নগদ ৪ হাজার ৪৬৫ টাকা ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ কারবারের সঙ্গে জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত