ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ঈদে বাড়ি ফেরার ভাগ্য হলো না শ্রমিক রেহানার

ঈদে বাড়ি ফেরার ভাগ্য হলো না শ্রমিক রেহানার

পরিবারের সাথে ঈদ আনন্দ উদযাপনের ভাগ্য হলো না পোশাক শ্রমিক রেহানা খাতুনের (২২)। বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় গোলচত্বর এলাকায় পিকআপভ্যান উল্টে আহত হয় নারীসহ কমপক্ষে ১৫ জন। তাদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ঈদ আনন্দে কর্মস্থল ঢাকা থেকে গত রোববার গভীর রাতে লালমনিরহাটের বাড়ি ফিরছিল ওই পোশাক শ্রমিক। এ সময় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্লেখিত স্থানে উল্টে যায়। এতে রেহানা ঘটনাস্থালেই মারা যায়। সে লালমনিরহাট জেলা সদরের বাসিন্দা। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ওই হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত