ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

অন্যরকম

যুক্তরাজ্যে মাটির নিচে সোনার খণ্ড!

যুক্তরাজ্যে মাটির নিচে সোনার খণ্ড!

যুক্তরাজ্যে মাটির নিচে মিলেছে সোনার খণ্ড (গোল্ড নাগেট)। শ্রপশায়ার হিলস এলাকায় এটির সন্ধান মিলেছে। এটিকে যুক্তরাজ্যে পাওয়া সবচেয়ে বড় সোনার খণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিচার্ড ব্রোক নামের এক ব্যক্তি এ সোনার খণ্ডটি আবিষ্কার করেছেন। ৩৫ বছর ধরে ধাতব বস্তু শনাক্তের কাজ করছেন তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের মে মাসে ব্রোক তার বাড়ি থেকে সাড়ে ৩ ঘণ্টা দূরে শ্রপশায়ার হিলসে যান। সেখানকার একটি কৃষিজমিতে গুপ্তধনের খোঁজে খোঁড়াখুঁড়ি চলছিল। সেখানে তিনি দেরিতে পৌঁছেছিলেন। এমনকি তার কাছে থাকা ধাতব শনাক্তের কিটও তখন নষ্ট ছিল। ফলে পুরোনো একটি যন্ত্র দিয়ে কাজ করছিলেন ব্রোক। আর তা দিয়েই তিনি এটি শনাক্ত করেন। ব্রোক বলেন, আমি আসলে এক ঘণ্টা দেরিতে পৌঁছেছিলাম। আমি ভেবেছিলাম যে কাজটিতে অংশ নিতে পারলাম না। তিনি বলেন, সেখানে অংশ নেওয়া সবার কাছে অত্যাধুনিক যন্ত্র ছিল। আর তার কাছে ছিল তিনটি পুরোনো যন্ত্র। এমনকি যে যন্ত্র দিয়ে তিনি এটি শনাক্ত করেন সেটির ডিসপ্লেও ছিল অস্পষ্ট। ব্রোক কাজের শুরুতে মরিচা ধরা তাঁবুর কয়েকটি খুঁটি শনাক্ত করেন। এর মাত্র ২০ মিনিটের মাথায় মাটির নিচে ওই সোনার খণ্ডের সন্ধান মেলে। যা মাটির প্রায় ১৩ থেকে ১৫ সেন্টিমিটার নিচে ছিল। উদ্ধার হওয়া ওই সোনার খণ্ডের ওজন ৬৪ দশমিক ৮ গ্রাম। এটির নাম দেওয়া হয়েছে হিরোস নাগেট। এটিকে নিলামে তোলার পরিকল্পনা করা হচ্ছে। কমপক্ষে ৩০ হাজার পাউন্ডে এটি বিক্রি হবে বলেও আশা করা হচ্ছে। ব্রোকে বলেন, আমি যে যন্ত্রটি দিয়ে কাজ করেছি এটি আসলে খুব একটা উপযুক্ত না। এটি দিয়ে কোনোরকমে কাজ চালানো যায়। তিনি বলেন, এটি প্রমাণ করেছে যে, কী ধরনের যন্ত্র ব্যবহার করা হচ্ছে তা মুখ্য নয়। কেউ যদি মাটির ওপর দিয়ে হাঁটার সময়ে সতর্ক থাকেন এবং বুঝতে পারেন যে, মাটির নিচে কি লুকিয়ে আছে তাহলে তা থেকে দারুণ কিছু ঘটে যেতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত