ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

এপিবিএনের অভিযান

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ আরসা কমান্ডার আটক

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ আরসা কমান্ডার আটক

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ এফডিএমএন সদস্যকে আটক করেছে ৮ এপিবিএন পুলিশের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন ৮ (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো: আমির জাফর বিপিএম। গত শনিবার সকাল ১০টা থেকে পৌনে ২টার পর্যন্ত উখিয়ার এফডিএমএন ১৩ নম্বর ক্যাম্পের ৩ ডি ব্লকের কারিতাস এনজিও অফিসের সামনের রাস্তায় ৮ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো: আমির জাফর বিপিএমের নির্দেশনায় ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার সালাহ উদ্দিনের নেতৃত্বে অফিসার ফোর্সসহ অভিযানিক দল দীর্ঘ ৪ ঘণ্টা অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী বাহিনীর লিডার আরসা কমান্ডার সাইফ উল্লাহকে গ্রেপ্তার করে। অধিনায়ক জানান, সাইফ উল্লাহ এফডিএমএন ১৩ নম্বর ক্যাম্পের ডি/৫ ব্লকের বাসিন্দা আবুল কালামের ছেলে। আটককৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে। তিনি আরো বলেন, অপরাধীচক্র যত শক্তিশালীই হোক না কেন, তাদের আইনের আওতায় আনতে এপিবিএন দৃঢ়প্রতিজ্ঞ। অপরাধ কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত