ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ভারতে পাচারের সময় সোয়া কোটি টাকার সাপের বিষ উদ্ধার

ভারতে পাচারের সময় সোয়া কোটি টাকার সাপের বিষ উদ্ধার

বিজিবির অভিযানে সীমান্ত এলাকায় ১ কেজি সাপের বিষ উদ্ধার করা হয়েছে; যার আনুমানিক মূল্য সোয়া কোটি টাকা। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ঘাশুড়িয়া বিজিবির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শাহজাহান সরকার জানান, গত বৃহস্পতিবার ঈদের দিন মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় সোয়া কোটি টাকা মূল্যের ১ কেজি সাপের বিষ উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি। ঘাশুড়িয়া বিজিবি ক্যাম্পের নায়েক আসাদের নেতৃত্বে পাঁচ জোয়ান চৌঘুরিয়া সীমান্তবর্তী গ্রামের ওসমান মোড়ের ঈদগাহের মাঠের কাছে দেখতে পান যে, দুই-তিনজন অপরিচিত লোক একটি বাজারের ব্যাগ হাতে ভারতের দিকে যাচ্ছে। এ সময় তাদের ধাওয়া করলে হাতের ব্যাগ ফেলে ভারতীয় এলাকায় ঢুকে পড়ে। ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে একটা কাঁচের বোতলে ১ কেজি ওজনের সাপের বিষ উদ্ধার করা হয়। ২৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল তানজিলুর রহমান ভূঁইয়া জানান, পরীক্ষা-নিরীক্ষা করে আমরা নিশ্চিত হয়েছি যে, এটা সাপের বিষ; যার আনুমানিক মূল্য প্রায় সোয়া কোটি টাকা। এ ঘটনায় বিরামপুর থানায় মামলা করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত