ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সাভারে এসি বিস্ফোরণে দগ্ধ তিনজন

সাভারে এসি বিস্ফোরণে দগ্ধ তিনজন

সাভারের গেন্ডা এলাকার একটি কাপড়ের দোকানে এসি বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার রাত ৯ টার দিকে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকার আদ্রিতা ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স নামের কাপড়ের দোকানে এসি বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন দোকান মালিক ইউসুফ ও ওই দোকানের কর্মচারী নাহিদ। অপর একজনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। দগ্ধ ইউসুফ ও নাহিদকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সাভার ফায়ার সার্ভিস জানায়, রাত ৯টার দিকে ওই দোকানে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়দের খবরের ভিত্তিতে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সাভার ফায়ারসার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মেহেরুর ইসলাম বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। বিস্তারিত পরে জানানো হবে। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ বলেন, এসি বিস্ফোরণের ঘটনায় হাসপাতালে দুইজন এসেছেন। তাদের চিকিৎসা চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত