ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ

সিরাজগঞ্জে তিন মহল্লায় দফায় দফায় সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক আহত

সিরাজগঞ্জে তিন মহল্লায় দফায় দফায় সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক আহত

সিরাজগঞ্জ পৌর এলাকার পৃথক তিনটি মহল্লায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ ইটপাটকেল নিক্ষেপসহ ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অর্ধশতাধিক আহত হয়েছে। পুলিশ এ পর্যন্ত ৯ জনকে আটক করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পৌর এলাকার চর রায়পুর, হোসেনপুর ও একডালা পূর্ণবাসন মহল্লায় দুই গ্রুপের মধ্যে কয়েক দিন ধরে দফায় দফায় এ সংঘর্ষ চলছে। এ সংঘর্ষে বাড়িঘর, দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অর্ধশতাধিক আহত হয়েছে এবং আহতদের মধ্যে ১৯ জনকে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে রাতের বেলা সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করায় শান্তিপ্রিয় অনেক পরিবার অন্যত্র অবস্থান করছে। সংঘর্ষ এলাকায় পুলিশ গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এ পর্যন্ত ৯ জনকে আটক করা হয়েছে। তবে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর আবারো সংঘর্ষ বেধে যাচ্ছে।

গত বুধবার রাত থেকে ওই সব মহল্লায় পুলিশি অভিযান শুরু হলেও সংঘর্ষ থামছে না। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থল এলাকাগুলোতে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে। এসব ঘটনায় এরই মধ্যে পৃথক তিনটি মামলা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত