ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বরিশালে বাসচাপায় সিএনজিযাত্রী নিহত

বরিশালে বাসচাপায় সিএনজিযাত্রী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার সানুহার এলাকায় বাসচাপায় সিএনজি যাত্রী গোলম কিবরিয়া (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল সকালে দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত দুজনকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান। নিহত গোলম কিবরিয়া বরিশাল নগরীর ২১নং ওয়ার্ডের ধোপাবাড়ী মোড়ের বাসিন্দা। পুলিশ জানায়, বাইপাস সড়কে হানিফ পরিবহণের একটি বাস মহাসড়কের সানুহার জামে মসজিদের সামনে গৌরনদীতে থেকে আসা একটি সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজি দুমড়েমুচড়ে ভেতরে থাকা যাত্রী গোলম কিবরিয়া ঘটনাস্থলেই মারা যান। আহত হন ওই সিএনজির যাত্রী জাহিদুল ইসলাম (৪৩) ও চালক মোস্তফা হাওলাদার।

পুলিশ পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত