ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বাগেরহাটে তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি

রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস

রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস

তীব্র তাপপ্রবাহে বাগেরহাট জেলাজুড়ে তিন দিনের জন্য ‘হিট অ্যালার্ট’ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অফিস। জেলাজুড়ে বয়ে যাচ্ছে হিটওয়েভের (উচ্চতাপ মাত্রা) মধ্যে গতকাল বিকাল ৩টায় মোংলা আবহাওয়া পর্যবেক্ষণাগার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ ডিগ্রি সেলসিয়াস। বিষয়টি মোংলা আবহাওয়া অফিসের প্রধান আবহওয়াবিদ মো. হারুন অর রশিদ সন্ধ্যায় ৬টা ১৫ মিনিটের সময় মুঠোফোনে নিশ্চিত করেছেন। যা চলতি মৌসুমে এ জেলার রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা। এ সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৩৪ শতাংশ। গত সোমবার থেকে গত চার দিনে বাগেরহাটের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তীব্র তাপপ্রবাহ রেকর্ড করা হলেও গত শুক্রবার সব রেকর্ড ভঙ্গ করে তাপমাত্রার পারদ উঠে যায় ৪১ ডিগ্রি সেলসিয়াসে। তীব্র দাবদাহে বাগেরহাটসহ যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া জেলায় তিন দিনের জন্য হিট অ্যালার্ট সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অফিস। জেলাজুড়ে তীব্র দাবদাহ হিটওয়েভের ফলে জনজীবনে খানিকটা নেমে এসেছে স্থবিরতা। বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষরা। তীব্র তাপপ্রবাহে কৃষকরাও খেত-খামারে ঠিকমতো কাজ করতে পারছে না। জেলাজুড়ে হিটওয়েভ বয়ে যাওয়ায় লোকজন ঘরবাড়ি থেকে প্রয়োজন ছাড়া বেরই হচ্ছে না। সড়ক মহাসড়কে যানবাহন চলাচলও খানিকটা কমে গেছে। মোংলা আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ মো. হারুন অর রশিদ জানান, তীব্র দাবদাহে হিটওয়েভের মধ্যে আবহাওয়া বিভাগ থেকে বাগেরহাটসহ যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া জেলায় তিন দিনের জন্য ‘হিট অ্যালার্ট’ সতর্কবার্তা জারি করা হয়েছে। বাগেরহাটসহ যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া জেলার উপর দিয়ে হিটওয়েভ বয়ে যাচ্ছে। তাপপ্রবাহ আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়ায় আবহাওয়া বিভাগ থেকে এই সতর্কবার্তা জারি করা হয়েছে। গত পাচঁ দিন ধরে বাগেরহাটে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তীব্র তাপপ্রবাহ রেকর্ড করা হলেও সব রেকর্ড ভঙ্গ করে গতকাল বিকাল ৩টায় তাপমাত্রার পারদ উঠে যায় ৪১ ডিগ্রি সেলসিয়াসে। যা চলতি মৌসুমে এই জেলার সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। বৃষ্টি না হলে আগামী কয়েকদিনে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা এই আবহাওয়াবিদের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত