সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর অনাচার

সিরাজগঞ্জ শহরে বিদ্যুৎ খুঁটির সাথে জালের মতো ঝুলছে তার

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ শহরের প্রধান সড়কসহ বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটির সাথে মাকড়শার জালের মতো ঝুলছে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের তার ও বক্স। এতে শহরের পরিবেশ ও সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যমুনা নদীর তীরে অবস্থিত সিরাজগঞ্জ শহরের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহের খুঁটির সাথে মাকড়শার জালের মতো সেবাদানকারী প্রতিষ্ঠানের ওয়াইফাই লাইন ও ডিশ লাইনসহ বিভিন্ন লাইন নেয়া হয়েছে। এসব লাইন বাসাবাড়িসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সংযোগ দেয়া হয়েছে ও হচ্ছে। সেবা দেয়ার নামে বিদ্যুৎ খুঁটির সাথে তার ও বাক্স লাগানো হয়েছে। অনেক বিদ্যুৎ খুঁটির সাথে মাকড়শার জালের মতো তার ও বক্স ঝুলছে। এ কারণে শহরাঞ্চলে বাড়ছে নিরাপত্তার ঝুঁকি। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে প্রায় শহরজুড়ে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান অনুমোদনবিহীন বিদ্যুৎ খুঁটির সাথে এসব তার লাগিয়ে লাখ লাখ টাকার ব্যবসা করছে। এতে শহরবাসীর নিরাপত্তার জীবনে ঝুঁকি বাড়ছে এবং যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎ বিভাগের একজন কর্মকর্তা বলেন, এ ঘটনা নতুন নয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান বিদ্যুৎ খুঁটির সাথে তার লাগিয়ে ব্যবসা করছে। বেশ কয়েকটি প্রতিষ্ঠান ইতিপূর্বে বলেছিল নিজেরা খুঁটি স্থাপন করে এসব তার নেয়া হবে। অবশ্য ২-১টি প্রতিষ্ঠান শহরের কিছু স্থানে এ কাজটি করলেও বেশিরভাগ প্রতিষ্ঠান তা করছে না। তবে এ বিষয়টি বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যবস্থা নেয়ার পরিকল্পনা রয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিসের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলছেন, বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান যেভাবে শহরের বড় বাজারসহ বিভিন্ন স্থানে বিদ্যুৎ খুঁটির তার নিচ্ছে, তা ভয়াবহ। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে এবং সংশ্লিষ্ট প্রশাসনের ব্যবস্থা নেয়া উচিত বলে তিনি মনে করেন। এ বিষয়ে সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা আলোকিত বাংলাদেশকে বলেন, সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠান শহরাঞ্চলে বিদ্যুৎ খুঁটির সাথে তার টানিয়ে লাখ লাখ টাকার ব্যবসা করছে। আর বিদ্যুৎ খুঁটিগুলোর সাথে মাকড়শার জালের মতো তার ও বক্স ঝুলছে। এতে শহরের পরিবেশ ও সৌন্দর্য নষ্ট হচ্ছে। যে কোনো সময় বড় ধরণের দুর্ঘটনার ঘটতে পারে। বিদ্যুৎ বিভাগের কঠোর নজরদারি না থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।