ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

মাদকের টাকার জন্য স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দিল স্বামী

গ্রেপ্তার তিন, স্বামী পলাতক
মাদকের টাকার জন্য স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দিল স্বামী

কুমিল্লায় মাদকের বকেয়া মাত্র ৫ হাজার টাকার বিনিময়ে স্ত্রীকে তিন ধর্ষকের হাতে তুলে দিলেন আবুল খায়ের নামের এক স্বামী। পরে তিন ধর্ষক ওই গৃহবধূকে একটি বিলের ফসলি জমির গভীর নলকূপের ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। জেলার বরুড়া উপজেলার শাকপুর এলাকায় চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযোগ পেয়ে গত শুক্রবার রাতে বরুড়া থানা পুলিশ তিন ধর্ষককে আটক করে। তারা হচ্ছে, বরুড়া উপজেলার শাকপুর গ্রামের মাদক ব্যবসায়ী নুরুল ইসলাম নুরু, তার সহযোগী মনির হোসেন ও মাহিন উদ্দিন। এ ঘটনায় জড়িত ধর্ষিত নারীর স্বামীকে খুঁজছে পুলিশ। ভুক্তভোগী ওই নারীর বরাত দিয়ে পুলিশ জানায়, শাকপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে আবুল খায়ের একজন মাদকাসক্ত। সে একই গ্রামের নুরুল ইসলাম নুরুর কাছ থেকে নিয়মিত মাদক সেবন করত। এতে সম্প্রতি ৫ হাজার টাকা বাকি পড়ে যায়। বাকি ৫ হাজার টাকার বিনিময়ে আবুল খায়ের তার স্ত্রী দুই সন্তানের জননীকে গত বুধবার ওই মাদক কারবারি নুরুর হাতে কৌশলে তুলে দেয়। পরে গভীর রাতে নুরু তার সহযোগী মনির ও মাহিনকে নিয়ে ওই গৃহবধূকে বিলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় ওই গৃহবধূ বাবার বাড়ির লোকজনকে নিয়ে শুক্রবার সন্ধ্যায় বরুড়া থানায় গিয়ে অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে ওই তিন ধর্ষককে গ্রেপ্তার করে। ভুক্তভোগী ওই নারীর চাচা আলা উদ্দিন বলেন, মাদকের টাকার জন্য তার ভাতিজিকে মাদক কারবারির নিকট তুলে দেয় তার স্বামী। পরে সে ধর্ষণের শিকার হয়। আমরা তার স্বামী ও ধর্ষকদের বিচার দাবি করছি।

বরুড়া থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তার স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত