ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

চট্টগ্রামে ডিসির স্বাক্ষর নকলের দায়ে একজন আটক

চট্টগ্রামে ডিসির স্বাক্ষর নকলের দায়ে একজন আটক

চট্টগ্রাম জেলা প্রশাসকের স্বাক্ষর নকল করে ‘অবিবাহিত সনদ’ তৈরির দায়ে মোহাম্মদ আকতার (৪৯) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে তাকে আটক করে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অবিবাহিত সেই সনদের মেয়াদ বৃদ্ধি করতে গিয়ে আটক হন তিনি। থানা সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলা প্রশাসকের স্টাফ অফিসার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেনের কাছে মো. কামারুল হাসানের ‘অবিবাহিত সনদ’ এর মেয়াদ বৃদ্ধি করার জন্য আবেদন করা হয়। কাগজ দেখে শনাক্ত করা হয় যে, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের স্বাক্ষর নকল করে সনদটি তৈরি করা হয়েছে এবং প্রতারণার উদ্দেশ্যে সেটির মেয়াদ বৃদ্ধির চেষ্টা করা হয়। আটক মোহাম্মদ আকতার সন্দ্বীপ থানাধীন মাইটভাংগা আমিন খান বাড়ির শহিদুল্লাহ সর্দ্দারের ছেলে। কোতোয়ালি থানার ওসি ওবায়েদুল হক জানান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেনের আদেশে এজাহার গ্রহণ করে আসামিকে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত