দিনাজপুরের বীরগঞ্জে ২০২৩-২৪ অর্থবছরের আশ্রয়ণ প্রকল্পে বিদ্যমান জরাজীর্ণ সিআই সিট ১২টি ব্যারাকের একক স্থানে সেমিপাকা গৃহনির্মাণ কাজের মধ্যে গত বৃহস্পতিবার বিকালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার, সুজালপুর ইউনিয়নের চেঙ্গাইক্ষেত্র আশ্রয়ণ প্রকল্পের বিদ্যমান জরাজীর্ণ গৃহ নির্মাণকাজ পরিদর্শন করেছেন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ। পরিদর্শনকালে তিনি বলেন, দীর্ঘদিন ধরে বীরগঞ্জ উপজেলার ১২টি ব্যারাকের বসবাসকারী অসহায়রা বৃষ্টির মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করে আসছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানার পর এ উপজেলায় ১২টি আশ্রয়ণে মোট ৮৯৮টি সেমিপাকা ঘরের বরাদ্দ প্রদান করেছেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক সালাহ উদ্দিন আহাম্মদ, জেলা অতিরিক্ত প্রশাসক রাজস্ব সোহাগ চন্দ্র সাহা, দিনাজপুর এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আনিসুর রহমান, বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কমিশনার ভূমি রাজকুমার বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মো. ছানাউল্লাহ, সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম ও বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক হোসেন। নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং ভালো হচ্ছে বলে তিনি বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে এলাহীর প্রশংসা করেন।