ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সাংবাদিককে হত্যা চেষ্টা মামলা

আ.লীগের নেতাসহ দুইজন গ্রেপ্তার

আ.লীগের নেতাসহ দুইজন গ্রেপ্তার

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরের নেতৃত্বে বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় মূল হামলাকারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর ও তার ভাই মোজাহিদুল ইসলাম সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোরে পুলিশের একাধিক টিম নজর আলী মাতবর পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এই মামলার অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে দাবি করেন এই কর্মকর্তা। সূত্রমতে, গত শুক্রবার বিকালে কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরের নেতৃত্বে হামলার শিকার হন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাংবাদিক মো. মিজানুর রহমান। এই হামলায় নেতৃত্ব দেন উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের নজর আলী মাতবর পাড়ার মৃত আবুল কাশেম মাতবরের তিন পুত্র কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, তার দুই ভাই আজমগীর মাতবর ও মোজাহিদুল ইসলাম সেলিম এবং তাদের পুত্র আরিফ বিন রিনাস, সানজো রাকিব, মো. মোজাহিদ, মো. নিহাল উদ্দিন, মুহিদুল হাসান হান্নানসহ অজ্ঞাত আরো ১০-১৫ জন। এ ঘটনা নিয়ে আহত সাংবাদিক মো. মিজানুর রহমান বাদী হয়ে এজাহারনামীয়সহ ১৬ জনের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত