ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে রাস্তার ওপর ঘর নির্মাণ

অভিযোগ করেও প্রতিকার নেই ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ

অভিযোগ করেও প্রতিকার নেই ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রশিদপুর-নয়াপাড়া আঞ্চলিক রাস্তার ওপর পাকাঘর নির্মাণের অভিযোগ উঠেছে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এ নিয়ে কয়েক দফায় সংশ্লিষ্ট প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও সুষ্ঠু বিচার পাচ্ছেন না এলাকাবাসী। এ নিয়ে ভুক্তভোগীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই আঞ্চলিক রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে এলাকার মানুষ ও ছোটোখাটো যানবাহন চলাচল করছে। কিন্তু সরকারি এ রাস্তার ওপর প্রায় ১ বছর আগে নয়াপাড়া গ্রামের আব্দুস সালাম রাস্তা দখল করে একটি পাকাঘরের নির্মাণকাজ শুরু করেন। এলাকাবাসীর নিষেধ ও আপত্তির পরও তিনি ওই ভবনের নির্মাণকাজ অব্যাহত রেখেছেন। রাস্তা দখলের বিষয়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও বিভিন্ন দপ্তরে কয়েক দফা অভিযোগ করেও ঘর নির্মাণ বন্ধ করতে সক্ষম হয়নি প্রশাসন। অবশ্য তৎকালীন ইউএনও উজ্জ্বল হোসেন সরেজমিন তদন্তে সার্ভেয়ার জরিপ করে নির্মাণাধীন ঘরটি ১৫ দিনের মধ্যে সরানোর নির্দেশ দেন। কিন্তু রহস্যজনক কারনে আজও বহাল তবিয়তে রয়েছে পাকাঘরটি। এলাকাবসী একাধিকবার বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেও প্রতিকার মেলেনি। তবে কিছুদিন আগে হাটিকুমরুল ভূমি অফিসের তহশিলদার (নায়েব) মঈন আলী দখল হওয়া রাস্তার এক-তৃতীয়াংশ দখলমুক্ত করেন। তবে পরবর্তীতে দখলকারী আবারো সেটি দখল করেছেন। নির্মাণাধীন ঘর রক্ষা করতে মরিয়া হয়ে উঠেছেন আব্দুস সালাম এবং এ জায়গা তার নিজস্ব বলে দাবি করছেন তিনি।

এদিকে ওই দখলকারী ভুক্তভোগী গ্রামবাসীর বিরুদ্ধে হয়রানিমূলক দুটি মামলাও করেছেন। এ মামলা নিয়ে এলাকায় উত্তেজনাও বিরাজ করছে। এ নিয়ে যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা খাতুন আলোকিত বাংলাদেশকে বলেন, এ বিষয়ে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত