ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রামুতে পিতা পুত্রকে গুলি করে ও কুপিয়ে হত্যা

রামুতে পিতা পুত্রকে গুলি করে ও কুপিয়ে হত্যা

কক্সবাজারের রামুর গর্জনিয়ায় সশস্ত্র দুর্বৃত্তের আক্রমণে দুইজন নিহত হয়েছে। গত সোমবার রাত ১টার দিকে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের থোয়াইংগাকাটা ঘোনারপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন গর্জনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের থোয়াইগ্যাকাটা এলাকার জাফর আলমের ছেলে মোহাম্মদ সেলিম (৩৩) ও মৃত নুরুল ইসলামের ছেলে জাফর আলম (৫২)।

গর্জনিয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল চৌধুরী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ১টায় গর্জনিয়া উত্তর থোয়াঙ্গাকাটা নজরুলের দোকানে স্থানীয়দের সাথে বসে আলাপ করছিলেন মোহাম্মদ সেলিম ও তার পিতা জাফর আলম। এমতাবস্থায় আকস্মিক কালো মুখোশ পড়া একদল অস্ত্রধারী সন্ত্রাসী এসে তাদের উপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে, এবং ধারালো দা-কিরিচ দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয়দের ধারনা, গরু পাচারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের দেওয়ান ঘটনার সততা নিশ্চিত করে বলেন, জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

সম্প্রতি গরু পাচার নিয়ে গর্জনিয়া ও কচ্ছপিয়ায় আরো দুটি হত্যাকাণ্ড সংঘটিত হয়। তবে গত রাতের বাবা-ছেলের জোড়া খুনের ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত