ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

রুমায় অস্ত্র লুট

বহিষ্কৃত ছাত্রলীগ সভাপতিসহ সাতজন কারাগারে

তিন উপজেলায় ভোট স্থগিত
বহিষ্কৃত ছাত্রলীগ সভাপতিসহ সাতজন কারাগারে

বান্দরবানের রুমায় অস্ত্র লুটের ঘটনায় কুকি-চিন সদস্য সন্দেহে গ্রেপ্তার উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ সাতজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল আড়াইটার দিকে জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এসএম এমরান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন- উপজেলা ছাত্রলীগ সভাপতি ভান মুন নোয়াম বম (৩৩), মুনলাইপাড়া এলাকার লাল নুন নোয়াম বম (৬৮), লাল দাভিদ বম (৪২), চমলিয়ান বম (৫৬), লাল পেকলিয়ান বম (৩২), লালমিন বম (৫০) ও সদর উপজেলার লাইমি পাড়ার মৃত সিয়াম ময় বমের ছেলে ভানবিয়াক লিয়ান বম (২৩)। আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ জানান, উপজেলা চত্বর ঘেরাও করে আনসার সদস্যদের অস্ত্র-গোলাবারুদ লুটের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ছয় আসামি ও সন্ত্রাসবিরোধী আইনে একজনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা-পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত সোমবার জেলা ছাত্রলীগের সভাপতি অং হাই সিং পুলু ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিক সাক্ষরিত একটি চিঠিতে উপজেলা ছাত্রলীগের সভাপতি ভান মুন নোয়াম বমকে (৩৩) বহিষ্কার করা হয়।

উল্লেখ্য, রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার ৭৮ জনকে বান্দরবান কারাগারে পাঠিয়েছেন আদালত। এছাড়া এই ঘটনায় গ্রেপ্তার ৭৮ জনের মধ্যে ৫৯ জনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর ও তিন নারীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেছেন আদালত।

বান্দরবানের তিন উপজেলায় ভোট স্থগিত :

পাহাড়ে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) বিরোধী যৌথ অভিযানের কারণে বান্দরবানের থানচি, রোয়াংছড়ি ও রুমা উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত গতকাল নির্বাচন ভবনে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘পার্বত্য তিনটি উপজেলাতে, বিশেষ করে- বান্দরবানের থানচি, রুমা এবং রোয়াংছড়িতে যৌথ বাহিনীর অপারেশন চলমান রয়েছে। আপাতত এ তিনটি উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সুবিধাজনক সময়ে এ তিন উপজেলায় নির্বাচন আয়োজনের চেষ্টা করব।

গোয়ান্দা সংস্থাগুলোর সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। থানচি, রোয়াংছড়িতে আগামী ৮ মে এবং রুমায় ২১ মে ভোট হওয়ার কথা ছিল।

গত ২ এপ্রিল রুমার সোনালী ব্যাংকে ডাকাতি ও আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্র লুট করা হয়। ব্যাংক ম্যানেজারকে অপহরণ করা হলেও পরে ছাড়া পান তিনি। পরের দিন কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। এ সব ঘটনায় কেএনএফ জড়িত বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে। এরপর যৌথ বাহিনীর অভিযানে এখন পর্যন্ত ২১ নারীসহ ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে কেএনএফের সদস্যও নিহত হয়েছে। নির্বাচন ভবনে আয়োজিত ওই সভায় নির্বাচন কমিশন সদস্য, সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত