ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কাগজপত্র না থাকায় ক্লিনিক সিলগালা

কাগজপত্র না থাকায় ক্লিনিক সিলগালা

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার রানীরহাট এলাকায় বৈধ কাগজপত্র না থাকায় নাজমা ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল। এ অভিযোগে গত সোমবার বিকালের দিকে পাবনা জেলা সমন্বিত দুর্নীতি দমন কমিশন (দুদক), উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার যৌথ অভিযানে বৈধ কাগজপত্র না থাকাসহ অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। এ সময় দুদকের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর, মনোয়ার হোসেন, মোক্তার হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনোয়ার হোসেন ও ইউপি চেয়ারম্যান আব্দুল খালেকসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত