ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে হিট স্ট্রোকে বৃদ্ধসহ তিনজনের মৃত্যু

সিরাজগঞ্জে হিট স্ট্রোকে বৃদ্ধসহ তিনজনের মৃত্যু

সিরাজগঞ্জের পৃথক দুটি এলাকায় হিটস্ট্রোকে বৃদ্ধসহ তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- তাড়াশ উপজেলার কালুপাড়া গ্রামের কৃষক আফসার আলী (৬৫), একই এলাকার বারুহাস গ্রামের হাসান আলী (৫৫) ও কাজিপুর উপজেলার পাটাগ্রাম গ্রামের পেয়ার ব্যাপারী (৭২)। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে সারাদেশে তাপপ্রবাহ ও প্রচণ্ড ভ্যাপসা গরম অব্যাহত রয়েছে। জেলা উপজেলা শহরসহ বিভিন্ন স্থানে লোক সমাগমও অনেকটা কমে গেছে। এ প্রচণ্ড গরমে গতকাল সকালে ও দুপুরে তারা কাজের জন্য বের হলে হিটস্ট্রোকে মারা যান। এ বিষয়ে তাড়াশ কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ অফিস সূত্রে জানা যায়, দেশের ওপর দিয়ে বয়ে চলা তীব্র তাপপ্রবাহ সামান্য হ্রাস পেলেও অনেক স্থানে এ প্রচণ্ড গরমের প্রভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ জেলায় গড় তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলছেন, হিটস্ট্রোকে তাদের মৃত্যুর বিষয়ে রিপোর্ট এখনো পাওয়া যায়নি। তবে কয়েক দিন ধরে জেলা উপজেলা শহরসহ বিভিন্ন স্থানে তাপপ্রবাহ ও প্রচণ্ড গরমে জন সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত