ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

অন্যরকম

দুই মাথা নিয়ে বাছুরের জন্ম

দুই মাথা নিয়ে বাছুরের জন্ম

যশোরের মনিরামপুরে জন্ম নিয়েছে বিরল এক বাছুর, যার মাথা দুটি, মুখও দুটি আর চোখ চারটি। অদ্ভুত এই বাছুরটি দেখতে ভিড় করছেন শত শত মানুষ। গত রোববার বিকালে উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের বারপাড়া গ্রামে বাচ্চু মিয়ার বাড়িতে দেশি জাতের একটি গাভি এই বাছুরটি জন্ম দিয়েছে। বাছুরটির মালিক বাচ্চু মিয়া জানান, গত রোববার বিকালে স্বাভাবিকভাবেই বাচ্চা হয়েছে। তবে, দুটি মাথা থাকায় জন্মের পর থেকে স্তন্যপান করতে অসুবিধা হচ্ছে বাছুরটির। স্থানীয় বাসিন্দা সাজু আহম্মেদ বলেন, বাছুরটি জন্ম নেওয়ার পর দেখা যায় এর দুটি মাথা। এর মধ্যে চারটি চোখ ও দুটি কান থাকলেও মুখ দুটি আলাদা। বিরল এই বাছুরটি দেখতে বিভিন্ন এলাকা থেকে বাচ্চুর বাড়িতে ভিড় জমাচ্ছে। মনিরামপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. পার্থ প্রতিম রায় বলেন, কনজেনিটাল এনোমালিসের কারণে এ ধরনের বাচ্চা জন্ম নেয়। তবে, জন্ম নেওয়া এ ধরনের বাছুর বেশি দিন বেঁচে থাকে না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত