মতবিনিময়কালে রংপুর বিভাগীয় কমিশনার
দুর্নীতিগ্রস্ত সমাজব্যবস্থা মঙ্গল বয়ে আনতে পারে না
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
রংপুর বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন বলেছেন, দুর্নীতিগ্রস্ত সমাজব্যবস্থা দেশ ও জাতির মঙ্গল বয়ে আনতে পারে না। সরকারি কর্মকর্তাসহ সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে উন্নয়নমুখী ভূমিকা পালন করতে হবে। যেখানে দুর্নীতি ও স্বজনপ্রীতি থাকবে না। তিনি বলেন বর্তমান সরকারের আমলে দেশের উন্নয়নের চিত্র পাল্টে দিয়েছে। নিজস্ব অর্থায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় মনোবলের কারণে আমরা পদ্মা সেতু করতে পেরেছি। এটা আমাদের অর্জন। দিনাজপুরের উন্নয়ন প্রসঙ্গে বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান। সবার সহযোগিতা নিয়েই সামাজিক আন্দোলনের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করা। দিনাজপুরসহ রংপুর বিভাগের প্রতিটি জেলায় উপজেলায় উন্নয়নের ধারা অব্যাহত রাখা আমাদের লক্ষ্য।
গত বুধবার দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে দিনাজপুর জেলার বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষাবিদ ও স্থানীয় সুধীজনদের অংশগ্রহণে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রংপুর বিভাগীয় কমিশনার মো. জাকির হোসন এ কথা বলেন। জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরীর সঞ্চালনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, জেলা সিভিল সার্জন ডা. সৈয়দ বোরহান উল ইসলাম সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন রনি, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাক্তার সৈয়দ নাদির হোসেন, চালকল মালিক গ্রুপের সভাপতি মো. মোসাদ্দেক হোসেন, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিস্ট, দিনাজপুর ৪২ বিজিবি অধিনায়ক প্রমুখ।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রজেক্টরের মাধ্যমে দিনাজপুর জেলার বিভিন্ন চিত্র তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের বিভিন্ন সরকারি দপ্তরের অফিসপ্রধান, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন পৌরসভার মেয়র, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।