ঢাকা ১৫ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আশুলিয়ায় বাঁশঝাড় থেকে এক নারীর মরদেহ উদ্ধার

আশুলিয়ায় বাঁশঝাড় থেকে এক নারীর মরদেহ উদ্ধার

শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি বাঁশঝাড় আঞ্জু খাতুন নামের এক নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। গতকাল সকালে আশুলিয়ার কাঠগড়া নয়াপাড়া এলাকার বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আঞ্জু খাতুন গাইবান্ধাবসদর উপজেলার ঘগুয়া ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। তিনি আশুলিয়ার নরসিংহপুরের হা-মীম গ্রুপের একটি পোশাক কারখানায় অপারেটর হিসাবে কাজ করতেন। পুলিশ জানায়, আশুলিয়ার কাঠগড়া নয়াপাড়া এলাকার বাঁশঝাড়ে ওই নারী পোশাক কর্মীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের গলায় একটি আইডি কার্ড দেখা গেছে। আইডি কার্ডটি কর্মস্থলের আইডি কার্ড ছিল। সেই আইডি কার্ড অনুযায়ী নিহতের নাম আনজু খাতুন। তিনি হা-মীম গ্রুপের একটি পোশাক কারখানার অপারেটর ছিলেন। কেউ তাকে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।

আশুলিয়া থানার এসআই ভজন চন্দ্র বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনের চেষ্টা করছে। কর্মস্থল থেকে ফেরার পথে কেউ তাকে হত্যা করে ফেলে রেখে যেতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত