অপরিকল্পিত নগরায়ণ
বন-জঙ্গল উজাড় করা হচ্ছে : রিজভী
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অপরিকল্পিত নগরায়ণের জন্য সরকার গাছপালা বন-জঙ্গল উজাড় এবং নদী-নালা, খাল-বিল ভরাট করেছে। গতকাল রাজধানীর মিরপুর এলাকায় সাত দিনব্যাপী পথচারীদের মধ্যে খাবার পানি, স্যালাইন বিতরণ কর্মসূচি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। চলমান তীব্র তাপপ্রবাহে পানি বিতরণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। রিজভী অভিযোগ করেন, গণতন্ত্র ও মানুষের অধিকার হরণ করা হচ্ছে বলে মানুষ এখন আর ভোট দিতে পারে না।
ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য তাবিথ আউয়াল, ঢাকা মহানগর নেতা মাহমুদুর রহমান সুমন, আনোয়ারুজ্জামান আনোয়ার প্রমুখ।