ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

রাজশাহীতে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু

রাজশাহীতে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু

গরমে উত্তপ্ত হয়ে উঠেছে রাজশাহী। আপাতত বৃষ্টিপাতেরও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দুঃসহ গরমে দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন। বিশেষভাবে শ্রমজীবীরা পড়েছেন চরম বিপাকে। গরমে রোগের ঝুঁকিও বাড়ছে। এরইমধ্যে গতকাল রোববার হিটস্ট্রোক করে এক যুবকের মৃত্যু হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল রোববার দুপুর ২টায় রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিন দুপুর ১২টায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছিল। অর্থাৎ মধ্যদুপুরে তাপমাত্রা থাকছে অসহনীয় পর্যায়ে। গত শুক্রবার বিকাল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত বছরের ১৭ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ২০০৫ সালের এপ্রিল মাসেও সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।

তবে চলমান গরমে দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন। সম্প্রতি জেলার বাগমারায় হিটস্ট্রোক করে এক কৃষকের মৃত্যু হয়। গতকাল রোববার দিলীপ বিশ্বাস (৩৫) নামে এক যুবক মারা গেলেন। তিনি জেলার পবা উপজেলার দামকুড়া থানার কাদিপুর গ্রামের গোপাল বিশ্বাসের ছেলে। দিলীপের বাবা গোপাল বিশ্বাস বলেন, ছেলে আমার হিটস্ট্রোক করে মারা গেল। তার অসুখ-বিসুখ ছিল না। সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। কিছুক্ষণ পরই মারা যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত