বরিশালে ১০ লাখ টাকার অবৈধ জাল জব্দ

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বরিশাল ব্যুরো

বরিশালের দুই নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জালসহ দুই জেলেকে আটক করা হয়েছে। গত শনিবার দিবাগত মধ্যরাতে হিজলা উপজেলার মেঘনা ও মুলাদী উপজেলার আঁড়িয়াল খা নদীতে মৎস্য দপ্তর, উপজেলা প্রশাসন, নৌ ও থানা পুলিশের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। গতকাল রোববার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, দুই নদীতে পৃথকভাবে অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের পাই, বেহুন্দি ও বিপুল পরিমাণ ঘের জাল জব্দ করার পাশাপাশি দুই জেলেকে আটক করা হয়। মেঘনায় অভিযানে জব্দকৃত জাল সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেকের উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এ সময় মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো: আলী আজম, হিজলা নৌপুলিশের এসআই রাশিদুল ইসলাম উপস্থিত ছিলেন। অপরদিকে আঁড়িয়াল নদী থেকে জব্দকৃত জাল উপজেলা নির্বাহী অফিসার মো: নিজাম উদ্দিনের উপস্থিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। আটকদের জরিমানা করা হবে।