ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বরিশালে ১০ লাখ টাকার অবৈধ জাল জব্দ

বরিশালে ১০ লাখ টাকার অবৈধ জাল জব্দ

বরিশালের দুই নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জালসহ দুই জেলেকে আটক করা হয়েছে। গত শনিবার দিবাগত মধ্যরাতে হিজলা উপজেলার মেঘনা ও মুলাদী উপজেলার আঁড়িয়াল খা নদীতে মৎস্য দপ্তর, উপজেলা প্রশাসন, নৌ ও থানা পুলিশের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। গতকাল রোববার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, দুই নদীতে পৃথকভাবে অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের পাই, বেহুন্দি ও বিপুল পরিমাণ ঘের জাল জব্দ করার পাশাপাশি দুই জেলেকে আটক করা হয়। মেঘনায় অভিযানে জব্দকৃত জাল সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেকের উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এ সময় মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো: আলী আজম, হিজলা নৌপুলিশের এসআই রাশিদুল ইসলাম উপস্থিত ছিলেন। অপরদিকে আঁড়িয়াল নদী থেকে জব্দকৃত জাল উপজেলা নির্বাহী অফিসার মো: নিজাম উদ্দিনের উপস্থিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। আটকদের জরিমানা করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত