ঢাকা ১৪ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মালিক আজাহার আলী গ্রেপ্তার

সিরাজগঞ্জে চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত

সিরাজগঞ্জে চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার একটি চালকলে ধানসিদ্ধ করার সময় বয়লার বিস্ফোরণে শ্রমিক ফজল আলী (২৬) নিহত হয়েছেন। তিনি ওই উপজেলার জামতৈল পশ্চিম পাড়ার রবিয়াল হোসেনের ছেলে। এতে আহত হয়েছেন আরো ২ শ্রমিক। এ ঘটনায় চালকল মালিক আজাহার আলীকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। কামারখন্দ থানার ওসি রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গতকাল ভোরে মেসার্স আজাহার চালকলে ধানসিদ্ধ করছিলেন শ্রমিকরা। এ সময় ওই চালকলের বয়লার বিস্ফোরণে ফজলসহ ৩ শ্রমিক গুরুতর আহত হন। এ বিস্ফোরণের বিকট শব্দে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে এবং তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ফজলকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বিকেলের দিকে ওই হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সকালেই আজাহার আলীকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহীন সুলতানা বলেন, মেসার্স আজাহার চালকলে বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহতের ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত