ঢাকা ১৪ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঘোড়াঘাটে খাদ্য গুদাম কর্মকর্তা উধাও : হদিস নেই ৩১৯ টন চালের

ঘোড়াঘাটে খাদ্য গুদাম কর্মকর্তা উধাও : হদিস নেই ৩১৯ টন চালের

দিনাজপুরের ঘোড়াঘাটে ডুগডুগি খাদ্য গুদাম কর্মকর্তা (ওসি এলএসডি) আনোয়ারা বেগম ছুটি না নিয়ে গত ২৫-৪-২০২৪ তারিখ থেকে খাদ্য গুদাম সিলগালা করে উধাও হয়ে গেছেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইউনুস আলী মন্ডলের সন্দেহ হলে তিনি গত বুধবার ঘোড়াঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মৌখিক ভাবে নির্দেশ দিলে আনোয়ারা বেগমের বসতবাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার নুনিয়াগাড়ী গ্রামে গিয়েও কোনো খোঁজ পাওয়া যায়নি। তিনি সরকারি সম্পদ আত্মসাৎ করে পলাতক রয়েছেন বলে দৃশ্যত মনে হচ্ছে। বিষয়টি দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রককে অবগত করা হলে তিনি সহকারী খাদ্য নিয়ন্ত্রক মোহন আহমেদকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। পাশাপাশি জেলা খাদ্য নিয়ন্ত্রকের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক শাকিল আহমেদ ঘোড়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিলে তিনি ডুগডুগিহাট এলএসডির দুটি গোডাউনে ছয় দিন ধরে তদন্ত করে সোমবার রাত সাড়ে ৯টায় তদন্ত কার্যক্রম শেষ করে মোট ৩১৯ মেট্রিক টন চালের কোনো হদিস পাননি। ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম গত সোমবার রাত সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেন। চালের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৭১ লাখ টাকা বলে জানা গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত