ঢাকা ১৪ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জে উপজেলা নির্বাচনে পাঁচ প্রিজাইডিং অফিসারসহ গ্রেপ্তার ছয়

সিরাজগঞ্জে উপজেলা নির্বাচনে পাঁচ প্রিজাইডিং অফিসারসহ গ্রেপ্তার ছয়

সিরাজগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে গোপন বৈঠক করার অভিযোগে পাঁচ প্রিজাইডিং অফিসার ও এক শিক্ষক নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সেইসাথে ১০ প্রিজাইডিং অফিসারের নিয়োগ বাতিল করে নতুন ১০ জনকে নিয়োগ দেয়া হয়েছে। গত সোমবার রাত ১০ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত রোববার রাতে স্থানীয় বনবাড়িয়া কাদাই পার্কে প্রিজাইডিং কর্মকর্তাদের নিয়ে এক চেয়ারম্যান প্রার্থীর গোপন বৈঠক চলছে- এ সংবাদে জেলা প্রশাসন ঘটনাস্থল ওই পার্কে অভিযান চালিয়ে প্রিজাইডিং অফিসার ও চেয়ারম্যান প্রার্থীকে পায়নি। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পার্কের ম্যানেজারসহ তিনজনকে থানা হেফাজতে আনা হয়। এ সময় জিজ্ঞাসাবাদ ও সিসিটিভির ফুটেজের ভিত্তিতে ঘটনার সত্যতা পাওয়া যায় এবং পরের দিন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- যমুনা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও রাশিদাজ্জোহা ও সরকারি মহিলা কলেজ ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সিরাজুল ইসলাম, এসবি রেলওয়ে কলোনি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও ওমর আলী কওমি মহিলা মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আশরাফুল ইসলাম, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ও এসবি রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবু সামা, বাহুকা ডিগ্রি কলেজের প্রভাষক ও বনবাড়িয়া পাইকপাড়া মডেল স্কুল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বাচ্চু কুমার ঘোষ, জনতা ব্যাংক পিএলসি এসবি ফজলুল হক সড়ক শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও হরিণা বাগবাটি স্কুল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ইয়াসির আরাফাত ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ও শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুর ইসলাম।

ওই দিন রাতে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করেন। এ সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার), পিপিএম (বার) তাদের গ্রেপ্তার বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ও অনান্য কর্মকর্তাসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। আজ জেলার তিনটি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যন পদে ৩১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত