ঢাকা ১৩ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তিন উপজেলা নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ

সিরাজগঞ্জে ভোট কেনার অভিযোগে এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সিরাজগঞ্জে ভোট কেনার অভিযোগে এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সিরাজগঞ্জের তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে গতকাল ৩৯০টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে বেলকুচিতে একটি কেন্দ্রে ভোট কেনার সময় একজন ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার এবং একই এলাকার অপর এক ইউপি চেয়ারম্যানের প্রাইভেট কার জব্দ করা হয়েছে। জেলার তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তিনটি উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে সিরাজগঞ্জের বেলকুচি, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের উপস্থিতি সংখ্যা ছিল কম। কেন্দ্রের বাইরে দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও কোনো কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। তবে বেলকুচি উপজেলার ভাঙ্গবাড়ি ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলামকে এক প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থীর পক্ষে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে প্রায় ১ লাখ টাকাসহ গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এছাড়া একই এলাকার রাজাপুর ইউপি চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দের ব্যক্তিগত গাড়িটি জব্দ করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন বেলকুচি থানার ওসি আনিসুর রহমান।

এ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২৮ লাখ ৭ হাজার ৪৫২ জন এবং কেন্দ্র সংখ্যা ৯৭। কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ উপজেলায় এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ৪ হাজার ৫৯৮ জন এবং ভোটকেন্দ্র সংখ্যা ১২২। সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ উপজেলার মোট ভোটার সংখ্যা ৪৫ লাখ ৬ হাজার ২২২ জন এবং ভোট কেন্দ্র সংখ্যা ১৭১। এসব উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রসমূহে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিচারিক এবং পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত