আলোকিত বাংলাদেশ এ সংবাদ প্রকাশ

বদলি হলেন রামু থানার তিন এসআইসহ চারজন

প্রকাশ : ১১ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, কক্সবাজার

দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকায় কক্সবাজারের রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’। শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদের জের ধরে কক্সবাজারের রামু থানার তিনজন উপ-পরিদর্শকসহ চারজনকে বদলি করা হয়েছে। এরা হলেন, উপ-পরিদর্শক (এসআই) আবুল কাওসার, মো. আল আমিন, মুহাম্মদ ইমরান উদ্দিন ও কনস্টেবল মো. মাহমুদ। গত বৃহস্পতিবার কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম সাক্ষরিত এক আদেশে এই তথ্য জানা গেছে। বদলির আদেশ মতে, রামু থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাওসারকে (পেকুয়া), মুহাম্মদ ইমরান উদ্দিনকে (সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ি), মো. আল আমিনকে (কুতুবদিয়া) ও কনস্টেবল মো. মাহমুদকে (সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ি)। এই আদেশ অবিলম্বে কার্যকরী হবে বলে আদেশে উল্লেখ রয়েছে। এছাড়া পুলিশ সুপারের স্বাক্ষরিত আদেশটি চট্টগ্রাম রেঞ্জ ডিআইজিসহ ৯ জনকে অনুলিপি প্রেরণ করা হয়েছে।

সূত্র মতে, দীর্ঘদিন ধরে কক্সবাজারের রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের দেওয়ানের আশকারায় গড়ে উঠেছে উপ-পরিদর্শক (এসআই) আবুল কাওসার ও মো. আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’। এই টিমের সব কিছুই দেখভাল করতেন ওসির আস্তাভাজন এসআই মো. আল আমিন। নাম প্রকাশের অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, রামু থানা থেকে বদলিকৃত তিন উপ-পরিদর্শকসহ চারজনের বিরুদ্ধে এরইমধ্যে অভ্যন্তরীণ তদন্তও শুরু হয়েছে।