ঢাকা ১৩ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আলোকিত বাংলাদেশ এ সংবাদ প্রকাশ

বদলি হলেন রামু থানার তিন এসআইসহ চারজন

বদলি হলেন রামু থানার তিন এসআইসহ চারজন

দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকায় কক্সবাজারের রামুতে ওসির আশকারায় এসআই আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’। শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদের জের ধরে কক্সবাজারের রামু থানার তিনজন উপ-পরিদর্শকসহ চারজনকে বদলি করা হয়েছে। এরা হলেন, উপ-পরিদর্শক (এসআই) আবুল কাওসার, মো. আল আমিন, মুহাম্মদ ইমরান উদ্দিন ও কনস্টেবল মো. মাহমুদ। গত বৃহস্পতিবার কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম সাক্ষরিত এক আদেশে এই তথ্য জানা গেছে। বদলির আদেশ মতে, রামু থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাওসারকে (পেকুয়া), মুহাম্মদ ইমরান উদ্দিনকে (সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ি), মো. আল আমিনকে (কুতুবদিয়া) ও কনস্টেবল মো. মাহমুদকে (সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ি)। এই আদেশ অবিলম্বে কার্যকরী হবে বলে আদেশে উল্লেখ রয়েছে। এছাড়া পুলিশ সুপারের স্বাক্ষরিত আদেশটি চট্টগ্রাম রেঞ্জ ডিআইজিসহ ৯ জনকে অনুলিপি প্রেরণ করা হয়েছে।

সূত্র মতে, দীর্ঘদিন ধরে কক্সবাজারের রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের দেওয়ানের আশকারায় গড়ে উঠেছে উপ-পরিদর্শক (এসআই) আবুল কাওসার ও মো. আল আমিনের নেতৃত্বে ‘সিভিল টিম’। এই টিমের সব কিছুই দেখভাল করতেন ওসির আস্তাভাজন এসআই মো. আল আমিন। নাম প্রকাশের অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, রামু থানা থেকে বদলিকৃত তিন উপ-পরিদর্শকসহ চারজনের বিরুদ্ধে এরইমধ্যে অভ্যন্তরীণ তদন্তও শুরু হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত