কুমিল্লায় আইডিইবি’র দাবি বাস্তবায়নে কর্মসূচি ঘোষণা
প্রকাশ : ১২ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুমিল্লা প্রতিনিধি
কারিগরি শিক্ষাকে মর্যাদা প্রদান ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি (পাস) সমমান মর্যাদা প্রদানসহ বিভিন্ন দাবি বাস্তবায়নের জন্য কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ (আইডিইবি) কুমিল্লা শাখার উদ্যোগে গতকাল সকালে নগরীর কান্দিরপাড় জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এসব দাবিনামা উপস্থাপনসহ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. হাফিজ উদ্দিন। জেলা কমিটির সভাপতি প্রকৌশলী মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন প্রকৌশলী মো. আলেক হোসেন জুয়েল, প্রকৌশলী মো. গোলাম জিলানী, প্রকৌশলী মো. রোকন উদ্দিন খন্দকার, প্রকৌশলী মো. হাবিবুর রহমান, প্রকৌশলী জসীম উদ্দীন, প্রকৌশলী জাকির হোসেন ভূঁইয়া, প্রকৌশলী আবদুল মতিন প্রমুখ।
তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যাগুলো তুলে ধরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মান-মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বিএসসি (পাস) কোর্সের সমমান মর্যাদা প্রদানে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান। এছাড়া প্রশাসনে শ্রেণীস্বার্থ দ্বন্দ্ব নিরসন এবং প্রশাসনিক ক্যাডারে বিএসসি ইঞ্জিনিয়ারিং সনদধারীদের প্রবেশ রোধে পেশা পরিবর্তনের সিদ্ধান্ত রাষ্ট্রীয় আইনি কাঠামোর মাধ্যমে বন্ধ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদোন্নতির কোটা ৫০ ভাগে উন্নীতকরণ ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের ৪ দফাসহ বিভিন্ন দাবি অবিলম্বে বাস্তবায়নের দাবি জানানো হয়। এসব দাবি আদায়ের জন্য সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা কমিটি আজ থেকে ২৭ মে পর্যন্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে।