গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের লক্ষ্যে চলমান আন্দোলন এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রোববার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। গত ৮ মে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সরকার মনে করছে নির্বাচনের পর সংকট উতরে গেছে। কিন্তু সংকট উতরে যায়নি বরং আরো বেড়েছে বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এখন যদি সরকার অনুধাবন না করে তাহলে সামনে সংকট আর ঘণীভূত হবে। তিনি বলেন, দেশে রাজনৈতিক পরিবেশ নষ্ট হয়েছে। রাষ্ট্র নৈরাজ্যে পরিণত হয়েছে। খালেদা জিয়ার অত্যন্ত অসুস্থ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, যার কারণে তাকে ঘন ঘন হাসপাতালে নেওয়া হচ্ছে। এখন তিনি বাসায় থাকলেও ২৪ ঘণ্টা মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রয়েছেন।
স্বাস্থ্য খাতে অনিয়ম তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, সরকার জনস্বাস্থ্য নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে না। মির্জা ফখরুল আরো বলেন, জনগণের কাছে সরকারের কোনো জবাবদিহিতা নেই।