জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ডিন নির্বাচনে ছয় অনুষদের মধ্যে চার অনুষদেই বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’-এর প্রার্থীরা জয়লাভ করেছেন। দীর্ঘ ৮ বছর পর গতকাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নির্বাচনে ৫৬৩ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৫০৫ জন। নির্বাচনে ৫৮ ভোট পেয়ে সমাজবিজ্ঞান অনুষদের ডিন হিসেবে বিজয়ী হয়েছেন অধ্যাপক ড. বশির আহমেদ। ৫৯ ভোট পেয়ে জীববিজ্ঞান অনুষদের ডিন নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. নূহ আলম। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কেটিং বিভাগের অধ্যাপক নিগার সুলতানা বিজনেস স্টাডিজ অনুষদের ডিন এবং আইন ও বিচার বিভাগের সহযোগী অধ্যাপক তাপস কুমার দাস আইন অনুষদের ডিন হিসেবে বিজয়ী হয়েছেন। বিজয়ী এই চার ডিনই বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সদস্য। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড মোজাম্মেল হক ৯৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। এছাড়া বিএনপিপন্থি শিক্ষক গণিত বিভাগের অধ্যাপক মো. আব্দুর রব ৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচনের পর বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও রিটার্নিং কর্মকর্তা আবু হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ফলাফল প্রকাশিত হয়।